কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের ঝুঁকি

আমরা অনেকেই কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন খুব ভুল কাজ করছেন। এতে আপনার চোখ ভীষণ ঝুঁকির মুখে পরতে পারে। চোখে কন্টাক্ট লেন্স ব্যবহারের প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, চোখ খুবই স্পর্শকাতর চোখে আর্টিফিসিয়াল জিনিস ব্যবহার না করাই ভালো।

করোনাকালে চোখের মাধ্যমেও আমাদের শরীরে প্রবেশ করতে পারে ভয়াবহ এই ভাইরাস। আর এই সময়ে কন্টাক্ট লেন্স ব্যবহার না করার পরামর্শ দেন চিকিৎসকরা।

এটি থেকে চোখে এলার্জি হতে পারে। কন্টাক্ট লেন্স ব্যবহারের নিয়ম যারা মেনে চলেন না তাদের প্রায় ৯৯ শতাংশই চোখের নানা সমস্যায় আক্রান্ত হন।

চোখের কালো মণিতে পানি জমে, পরবর্তীতে ঘা-ও হতে পারে কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী দৃষ্টি স্বল্পতা হতে পারে।

লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপে না যাওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কন্টাক্ট লেন্স ব্যবহার করা ঠিক নয়।

দীর্ঘ সময় কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। আর এই করোনাকালে চোখের বিষয়ে থাকতে হবে বাড়তি সর্তক। এক্ষেত্রে অবহেলা হলে হারাতে পারেন মূল্যবান চোখও।