কবি, কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত শিগগিরই শেষ হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, কবি, কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত শিগগিরই শেষ হবে। তবে আদালতে দেওয়া তার জবানবন্দির সঙ্গে তদন্তে পাওয়া তথ্যের মিল নেই।

বুধবার ডিএমপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, ‘অপহরণ মামলার তদন্ত করছে পুলিশ। রহস্য বের হবে। এ জন্য তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্তও চলছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আছাদুজ্জামান বলেন, ‘তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই বলব কারা প্রকৃত অর্থে জড়িত। প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তা যা এ মূহুর্তে বলা সম্ভব নয়।’

উল্লেখ্য, ৩ জুলাই ভোরে আদাবরের বাসা থেকে বের হন কবি। এরপর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষকরী বাহিনীর সদস্যরা। ১৮ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে তাকে উদ্ধার করা হয়।