কবি মাসুদের মৃত্যুতে মেননের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক : লন্ডন প্রবাসী কবি, ঔপন্যাসিক ও নাট্যকার ডা. মাসুদ আহমেদের (৭৩) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার এক শোক বার্তায় তিনি প্রয়াত কবির শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় গ্রেটার লন্ডনের কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ক্যান্সারে ভুগছিলেন তিনি।

মাসুদ আহমেদ মধ্য ইংল্যান্ডের বার্মিংহামে এক সময় জিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিটেন ও বাংলাদেশের সাহিত্যাঙ্গনের পরিচিত মুখ ডা. মাসুদের সাহিত্যযাত্রা সেই অল্প বয়সে দৈনিক পত্রিকার ছোটদের আসর থেকে। তিনি ষাটের দশকের সাহিত্য আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

তার রচিত বেশকিছু নাটক বেতার, টেলিভিশন ও ভয়েস অব আমেরিকা থেকে প্রচারিত হয়েছে।

সত্তর দশকের শুরু থেকে ডা. মাসুদ আহমেদ ব্রিটেনে বসবাস করছিলেন। তার গল্প কবিতা নিয়মিত ব্রিটেনের বাংলা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। তার গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ব্রিটেন ও বাংলাদেশে প্রদর্শিত হয়েছে।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- কবিতা-৬, চন্দ্রবিন্দু, অক্ষ-দ্রাঘিমা।