কমলগঞ্জে ভূমিকম্পে অর্ধশতাধিক কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমিকম্পে অর্ধশতাধিক কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ৩টা ৯ মিনিটে ৯ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরার আমবাসায় অর্থাৎ কমলগঞ্জ উপজেলা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে হওয়ার কারণে ওই এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে কমলগঞ্জ পৌর শহরের চন্ডিপুরস্থ এলাকার মাটিতে ফাটল সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসার টিভি, ফ্রিজসহ মূল্যবান আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, অসংখ্য ঘরে ফাটল সৃষ্টি হয়েছে।