করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আত্রাই ও পুনর্ভবা নদী থেকেও ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।

এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহর মধ্যে ১৫ পুরুষ, ২৭ নারী ও ১৩ শিশু রয়েছে। তারা পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ ও আটওয়ারী এবং ঠাকুরগাঁও সদরের বাসিন্দা।

জানা গেছে, পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯ ডুবুরি উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর দুপুরে করতোয়া নদীতে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চলছে।