করোনাঃ না’গঞ্জ জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার আক্রান্ত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) আক্রান্ত দুজন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা মো. মজনুর হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

আক্রান্তরা হলেন- জেলা প্রশাসনের এসএ শাখার সহকারী কমিশনার (জেলা ই-সেবা কেন্দ্র) ও সাধারণ শাখার সহকারী কমিশনার (গোপনীয় শাখা, সাধারণ শাখা, ব্যবসা বাণিজ্য শাখা, লাইব্রেরী শাখা)।

আক্রান্ত এসএ শাখার সহকারী কমিশনার বলেন, পহেলা বৈশাখের আগেই নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। তারপর থেকেই আইসোলেশনে আছি এবং আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করছি। এখন অনেকটাই সুস্থ।

সাধারণ শাখার সহকারী কমিশনার বলেন, গত ১৪ এপ্রিল আইইডিসিআর এর প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে ১৬ এপ্রিল আইইডিসিআর থেকে জানানো হয় আমার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। তারপর থেকেই আইসোলেশনে আছি। তবে আগের থেকে এখন ভালো আছি।