করোনাকালীন সময় খাবার সংরক্ষিত রাখার উপায়

এই করোনাকালীন সময়ে ঘন ঘন বাইরে না গিয়ে প্রয়োজনীয় পণ্যগুলো এক সঙ্গে কিনে রাখুন। কিন্তু দীর্ঘ দিন সংরক্ষিত-ও চিন্তার কারণ হয়ে পড়ে। প্যাকেট খোলার পরই এতে ধীরে ধীরে পোকা ধরতে শুরু করে। তবে এমন কিছু উপায় আছে, যার সাহায্যে দীর্ঘ সময় পর্যন্ত ময়দা, সুজি, বেসন বাড়িতে সংরক্ষিত করে রাখতে পারবেন।

  • পোকার হাত থেকে আটা সুরক্ষিত রাখতে হলে এতে নিম পাতা দিয়ে রাখুন। এতে আটায় পিঁপড়ে ও পোকা ধরবে না। নিম পাতা না পেলে তেজপাতা বা বড় এলাচ দিতে পারেন।
  • ডালিয়া ও সুজিকে শুকনো ভেজে নিয়ে ঠান্ডা করে রাখুন। এতে ৮-১০টি এলাচ মিশিয়ে এয়ার টাইট কন্টেনারে ভরে দিন। এর ফলে পোকা ধরার সমস্যা থেকে মুক্তি পাবেন।
  • ময়দা ও বেসনে খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। ময়দা ও বেসনকে একটি কৌটায় ভরে এতে বড় এলাচ মিশিয়ে দিন। এতে পোকার হাত থেকে রেহায় পাবেন।
  • আর্দ্রতা ও পোকা থেকে রক্ষা করতে চালের মধ্যে পুদিনা পাতা দিয়ে রাখুন। এক্ষেত্রে ১০ কেজি চালের মধ্যে ৫০ গ্রাম পুদিনা পাতা মেশাতে হবে।
  • মরশুম পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ছোলা ও ডালে পোকা ধরতে শুরু করে। তাই এগুলিতে শুকনো হলুদ ও নিম পাতা দিয়ে রাখুন।
  • বৃষ্টির সময় লবণ ও চিনিতে চিপচিপে ভাব চলে আসে, এমনকি গলতে শুরু করে। লবণ ও চিনিকে কাঁচের জারে রাখা উচিত। চিনি ও লবণের  কৌটায় সামান্য চালও মিশিয়ে দিতে পারেন।