করোনাকালে চিকিৎসকদের রাত-দিন

তানভির আহমেদ: ‘আর কিছুক্ষণ পরেই প্রথম রোজার প্রথম ইফতার হবে। অনেকেই পরিবারের সঙ্গে বসে হয়তো ইফতার করবেন, আবার অনেকেই জরুরি সেবার কাজে নিয়োজিত থাকার কারণে বাইরে ইফতার সেরে নেবেন। কিন্তু আমরা এমন এক দায়িত্বে আছি, যেখানে মাস্ক খুলে মুক্ত বাতাস খাওয়াই মানা, সেখানে পানি তো দূরের কথা। তারপরও আমরা ক্লান্তিহীন ডিউটি করে যাচ্ছি, যেন আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। আমরা এমনই এক অভাগা পেশায় আছি, করোনাকালে এই পরিস্থিতিতে আমাদের কথা কেউ একবার বলে না আমরা কেমন আছি?’

গতকাল কথাগুলো নিজের ফেসবুকে লিখেছেন ডা. মুক্তাদির ভূইয়া। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার। এখন পর্যন্ত প্রায় শ দেড়েক ডাক্তার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা মূলত সেবা দিতে গিয়ে রোগীদের থেকে আক্রান্ত হয়েছেন। সঠিক ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) না পাওয়াও ডাক্তারদের আক্রান্ত ও মৃত্যুর একটি বড় কারণ। পিপিই কেলেঙ্কারি যেভাবে প্রকাশিত হয়েছিল, তা শেষ হয়েছে নিশ্চিত করে বলা যাবে না। ফলে ডাক্তার, নার্সসহ চিকিৎসা কর্মীদের ভেতরে হতাশা আছে, আছে অভিমান ও ক্ষুব্ধতা।

ডা. মুক্তাদির ভূইয়া বলছিলেন, ‘এই করোনাকালে শুধু বাংলাদেশে না, সারাবিশ্বে চিকিৎসক, নার্স, স্টাফরা যে একনিষ্ঠ সেবা দিয়ে যাচ্ছেন, তাদের বর্তমান অবস্থা আসলে কাউকে বোঝানোর মতো নয়। এটা কেবল যারা প্রত্যক্ষ করছেন তারাই বুঝতে পারবেন।’

‘গত বছরের মার্চ-এপ্রিল থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি। সীমাহীন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের লড়াই এখনো চলছে। ইতোমধ্যে অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের হারিয়েছেন, তবে কাজ থামাননি। আমরা চিকিৎসক। আমরা জানি, যেকোনো বিপর্যয়ে মানুষকে সেবা দিয়ে যেতে হবে। সে শপথ নিয়েই আমরা চিকিৎসক হয়েছি’, বলেন তিনি।

ঢামেকের এই চিকিৎসক বলেন, ‘এখন রমজান চলে। এরপরও আমরা তিন শিফটে কখনো আট ঘণ্টা, কখনো ১২ ঘণ্টা ধরে টানা কাজ করছি। গত এক বছর ধরে আমাদের ডিউটি রোস্টার বা ম্যান-পাওয়ারে কোনো পরিবর্তন নেই। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি চিকিৎসকদের করোনায় আক্রান্তের হার অনেক বেড়ে গেছে। এর প্রভাব পড়ছে আমাদের ডিউটি রোস্টারে। এ সপ্তাহে আমার সঙ্গে যার ডিউটি করার কথা ছিল, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সারাদেশেই এমন ঘটছে, আগামী এক-দুই সপ্তাহ পর চিকিৎসকরা আর কত ওয়ার্ক লোড নিতে পারবেন তা নিয়ে আমরা নিজেরাই সন্দিহান।’

করোনার নতুন সংক্রমণ তো প্রতিদিন বাড়ছে, মানুষ মারা যাচ্ছে। আপনাদের পর্যবেক্ষণ কী?

ডা. মুক্তাদির ভূইয়া বলেন, ‘করোনা চিকিৎসায় ঢামেক এখন পর্যন্ত সবচেয়ে বেশি বেডের হাসপাতাল। এখানে দুটি ভবন মিলিয়ে প্রায় ৮০০-৯০০ বেড রয়েছে, যেখানে করোনা পজিটিভ ও সন্দেহভাজন রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত দুই-তিন সপ্তাহ ধরে রোগী আসার পরিমাণ বেড়ে গেছে। বেডের যে ব্যবস্থা ছিল, তার প্রায় দুই-তিন গুণ রোগী আসছেন প্রতিদিন। এতে বেড আর ফাঁকা থাকছে না, সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যাচ্ছে। এখন যারা আসছেন সব গুরুতর রোগী।’