করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ প্রশাসন কর্মকর্তার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত বিসিএসের প্রশাসন ক্যাডারের ২৫ জন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

গত বছরের ৬ এপ্রিল প্রথম কোনো ক্যাডার হিসেবে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২২তম ব্যাচের দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল সাইফুর রহমান।

২৫তম ক্যাডার হিসেবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মারা গেলেন একই ব্যাচের কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মো. মারুফ হাসান।

জানা গেছে, করোনায় মারা যাওয়া এসব কর্মকর্তার মধ্যে ১৪ জন কর্মরত ছিলেন, বাকি তিনজন অবসরোত্তর (পিআরএল) ছুটিতে এবং আটজন ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন হাজারেরও বেশি কর্মকর্তা।

গত ছয় দিনে মারা গেছেন তিন কর্মকর্তা যাদের মধ্যে ছিলেন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব।

গণমাধ্যমকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) দেয়া তথ্য থেকে এসব চিত্র উঠে এসেছে।

এ ছাড়া গত বছরের ২১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস। আর গত আগস্টে মারা যান আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।