করোনার উপসর্গ নিয়ে তালায় এক ব্যবসায়ীর মৃত্যু

শেখ আবু মুছা তালা সাতক্ষীরা প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে)  ভোর রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউ বিভাগে তাদের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী গাজী শহিদুল ইসলাম (৬০) ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৮ মে বৃহস্পতিবার সকালে হার্ডওয়ার ব্যবসায়ী গাজী শহিদুল ইসলাম  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাত দুই টার দিকে ব্যবসায়ী শহিদুল ইসলাম মারা যান।

তিনি জানান,  শহিদুল মেডিকেলে ভর্তির পর পরই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এস পৌছায়নি। তবে, দ্রুত তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেয়ার প্রস্তুতি চলছে।

ডা. জয়ন্ত সরকার আরোও জানান, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। ৯ টি রিপোর্টই নেগেটিভ এসেছে।

এদিকে, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।