করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে

মহামারি করোনাভাইরাস সদ্যই কেড়ে নিয়েছে কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর প্রাণ। কিছু দিন যেতে না যেতেই করোনার উপসর্গ দেখা দিয়েছে কবরীর ছেলে শাকের চিশতীর শরীরে। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানায়, রোববার রাত থেকেই জ্বর। খাবারের স্বাদ-গন্ধ কিছুই পাচ্ছি না। অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলি। করোনা টেস্ট করিয়েছি। সরকারি হাসপাতালে ভর্তি হতে না পেরে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছি।

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। কবরী হাসপাতালে ভর্তির পর থেকেই সঙ্গে ছিলেন ছেলে শাকের চিশতী। কবরীর পাঁচ ছেলের মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে থাকে। ছোট ছেলে অটিজমের সমস্যা থাকায় মায়ের যাবতীয় দেখভালের দায়িত্ব পড়ে শাকের চিশতীর ওপর।

মায়ের মৃত্যুর দুদিন পর এবার তার শরীরেও দেখা দিয়েছে করোনার উপসর্গ।