করোনায় আক্রান্ত ৫ নারী ফুটবলার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের পাঁচ সদস্য। তারা হলেন-কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই মোগিনি ও নিলুফার ইয়াসমিন। হালকা উপসর্গ থাকলেও তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডরমেটরিতে আইসোলেশনে রয়েছেন তারা।

নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বিষয়টি নিশ্চিত করে জানান, বাফুফের ক্যাম্পেই চিকিৎসা দেয়া হচ্ছে তাদের।

লকডাউনের কারণে মেয়েদের চলমান লিগ স্থগিত হয় গত ৫ এপ্রিল। ফলে ক্যাম্প বন্ধ হওয়ায় বসুন্ধরা কিংসের হয়ে খেলা জাতীয় দলের ২১ ফুটবলারই চলে আসেন বাফুফের ক্যাম্পে।

মতিঝিলে ফুটবল ফেডারেশনের ভবনের এই ক্যাম্পে আসার পর নিয়ম অনুযায়ী তাদের করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষাতেই কৃষ্ণাদের করোনা ধরা পড়ে।

নারী দলের কোচ বলেন, ‘আমরা মেয়েদের বাফুফের ক্যাম্পে আনার পর কোভিড-নাইন্টিন টেস্ট করিয়েছি। করোনায় আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। সবাই ভালোই আছে। নিয়মিত চিকিৎসা চলছে। ওদের আরেক দফা কোভিড পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।’