করোনায় আবারও মৃত্যুহীন একটি দিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত বুধবার (৮ ডিসেম্বর) পর্যন্ত দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ১৬ জনে। মৃত্যুহীন আরও একটি দিন কাটায় নতুন করে এই সংখ্যা আর বাড়েনি। এর আগে গত ২০ নভেম্বর তার আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ৪৯৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১.২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।