করোনায় ত্রাণের দাবিতে ফের পল্লবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ ফের ত্রাণের দাবিতে রাজধানী পল্লবীতে সাগুফতা ইসিবি ক্যান্টিন মোড়ের রাস্তা অবোরোধ করে বিক্ষোভ করেছে অভুক্ত অসহায় কর্মহীন জনগণ।

গত তিন দিন ধরে মিরপুরের বিভিন্ন জায়গায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করছে নিম্নআয়ের মানুষ। করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে কার্যত লকডাউনের পর থেকে দীর্ঘ ২৯ দিন তারা কোনো সাহায্য ও ত্রাণ না পাওয়ায় এ বিক্ষোভ করেন তারা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই ওই সড়কে বিচ্ছিন্নভাবে তারা বিক্ষোভ করতে থাকেন।

এ সময় কালাপানি বস্তির বাসিন্দা বলেন, আমাদের কাছ থেকে বহুবার নেতাকর্মীরা ভোটার আইডি কার্ড নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ আমরা পাইনি। ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে কোনো কূল-কিনারা খুঁজে না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা কোনো নেতাকর্মীর কাছ থেকে ত্রাণ নিতে চাই না। আমরা প্রশাসনের মাধ্যমে ত্রাণ নিতে চাই।

সহকারী পুলিশ কমিশনার (এসি পল্লবী জোন) কাওছার মাহমুদ বলেন, যত দ্রুত সম্ভব তাদের বাসায় ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা রাস্তা থেকে অবরোধ তুলে নিয়েছে।