করোনায় দেশে কমলো মৃত্যু, বেড়েছে শনাক্ত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১ জনে। এই একই সময়ে নতুন করে আরও ২৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ৯০৯ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন।

এর আগে সোমবার (২০ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় দুইজন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৬০ জনের দেহে।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ৯৩৯ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৫৭৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৫২৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার ৪১৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ৫৫৭ জন।