করোনায় মৃত্যুর খবর দিল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ায় করোনা শনাক্তের একদিন পরই মৃত্যুর খবর পাওয়া গেছে।

সবশেষ একদিনে করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসি ও রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তিরা সবাই করোনার ওমিক্রন ভ্যারিয়ন্টে আক্রান্ত হয়ে জ্বরে ভুগছিল। দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় প্রায় দুই লাখ মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানানো হয়।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

দেশটির শীর্ষ নেতা কিম জং উনকে এক টিভি ভাষণে প্রথমবারের মতো মাস্কও পরতে দেখা যায়।