করোনায় স্থগিত এলপিএল

শ্রীলঙ্কা দিন দিন বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। আর এ কারণেই স্থগিত হলো লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর। অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এলপিএলের মাঠে গড়ানোর কথা ছিল ৩০ জুলাই থেকে। টুর্নামেন্টটির ফাইনাল হওয়ার কথা ছিল ১৬ ডিসেম্বর।

প্রথম আসর শেষ হওয়ার মাত্র ৮ মাসের মাথায় দ্বিতীয় আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এসএলসি।

কিন্তু করোনার প্রকোপে মাঠে গড়ানোর আগেই স্থগিত করতে হলো এবারের টুর্নামেন্ট। করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই এলপিএলের প্রথম আসর আয়োজন করেছিল শ্রীলঙ্কা। তবে সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। দফায় দফায় পেছানোর পরে অবশেষে মাঠে গড়িয়েছিল আসরটি। তবে করোনার কারণে একাধিক বিদেশি ক্রিকেটার তাদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। সরে দাঁড়িয়েছিলেন লাসিথ মালিঙ্গাও।