করোনা আক্রান্ত সাংবাদিক কামাল লোহানী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই মহাপরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনা ভাইরাসে (কোভিড 19) আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ জুন) সকালে কামাল লোহানীর ছেলে সাগর লোহানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তার বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর আজ শুক্রবার সকালে পাওয়া ফলাফলে তিনি ‘করোনা পজিটিভ’ হয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই মহাপরিচালক দীর্ঘদিন থে‌কে বার্ধক্যজ‌নিত নানা সমস্যায় ভুগ‌ছেন। গত মা‌সেও তি‌নি অসুস্থ হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ছিলেন।

কামাল লোহানীর পুত্র সাগর লোহানী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তার বাবার উন্নত চি‌কিৎসার জন্য জরুরি ভি‌ত্তি‌তে সিএমএইচ-এ স্থানান্তর প্রয়োজন বলে জা‌নি‌য়ে‌ছেন। এ জন্য ‌তি‌নি সবার সহ‌যো‌গিতা চে‌য়ে‌ছেন। তিনি তার বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।