করোনা দুর্যোগে চুলায় হাড়ি চড়ছে না মধ্যবিত্ত পরিবারের

রিপোটঃ প্রান্ত পথিকঃ রাজধানীর বিভিন্ন জায়গায় খোজ খবর নিয়ে জানা যায়,মধ্যবিত্ত পরিবার গুলো অনাহারে দিনাতিপাত করছে।বাবা সামান্য চাকুরী করে মাসে বেতন ১৫০০০ টাকা(পনেরো হাজার)টাকা। বাসা ভাড়ায় চলে যায় ৮০০০ টাকা বাকি ৭০০০ টাকায় চলছে তাদের হাড়ী,জ্বলছে তাদের চুলা। সংসারে ১ছেলে ১মেয়ে স্ত্রীসহ হিমশিম খেতে হয় তাদের পরিবারের যেমন মরার উপর খাড়ার ঘা । করোনার কারনে গত মার্চ মাসের বেতন স্ত্রীর হাতে দিয়ে বলছে, আমি জানিনা তুমি কি ভাবে তোমার সংসার পরিচালনা করবা। গতকাল আমাদের দেখে ঐ ভদ্রলোক প্রশ্ন করলেন ভাই আপনারা কি সাংবাদিক? আমরা বললাম হ্যা। তিনি জিজ্ঞাস করলেন কতদিন এভাবে চলবে দেশ? আমার হাতে কোন টাকা কড়ি নাই। লজ্জায় কারো কাছে হাত ও পাততে পারছিনা। আমার বড় মেয়ে কলেজে, ছোট মেয়ে স্কুলে পড়াশোনা করে। তাদের মুখের দিকে তাকিয়ে ত্রান গ্রহন করতে ও লোক লজ্জার ভয়ে কিছুই নিতে পারছি না। জানিনা আমাদের ভাগ্যে কি আছে?

গতকাল আমার মেয়ে অনলাইনে একটি হটলাইন নাম্বার দেখে বললো বাবা এখানে ফোন দিলে বাড়ী বাড়ী এসে ত্রান দিয়ে যাবে। আমাদের কারো কাছে হাত পাততে হবে না। আমি মনে করলাম আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিয়েছে। আমি ঐ নাম্বারে ফোন দিলাম। বারবার চেষ্টা করেও ভাগ্যের চাকা ঘুরাতে পারি নাই। তাহলে আমরা কি না খেয়ে মরে যাবো? এই প্রতিবেদনটি প্রকাশ করা আমদের উদ্দেশ্য প্রনোদিত নয়।

আপনারা ও চেষ্টা করে দেখতে পারেন, হট লাইন নাম্বার আপনাকে কি বলে। হটলাইন নাম্বারটি দেওয়া হল ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪