করোনা দুর্যোগে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় ত্রাণ যাবে নিজ নিজ বাসায়

বিশেষ প্রতিবেদকঃ সংসদ সদস্য হিসেবে করোনাকালীন সাধারণ ছুটির মধ্যে নিজ নির্বাচনী এলাকার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ঢাকা-১২ আসনের হাতিরঝিল, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, শের-ই-বাংলানগরে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে তালিকা অনুযায়ী ত্রাণসামগ্রী বাসায় বাসায় পৌঁছে দেওয়া হবে। ব্যক্তিগত ফান্ড থেকে প্রথম দিনে এক হাজার পরিবারের কাছে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবানের ১০ কেজি ওজনের ব্যাগ পৌঁছে দেওয়া হবে।