করোনা: দেশে আরও ৪ জনের মৃত্যু

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৮১ জনে। নতুন করে আরও ৬৭৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছে ২১৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৯ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৭৮টি। করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

নতুন মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাঁদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে এরমধ্যে ঢাকায় দুজন, রাজশাহীতে একজন ও খুলনায় একজন রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে একজন এবং বেসরকারি হাসপাতালে তিনজন মৃত্যুবরণ করেছেন।