করোনা ভাইরাসঃইতালিতে স্কুল বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ইতালিতে সব স্কুল আগামী ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার (০৫ মার্চ) থেকে আগামী ১০ দিনের জন্য বন্ধ থাকবে ইতালির সব স্কুল। এছাড়া, আগামী এক মাস আন্তর্জাতিক ফুটবল ম্যাচসহ সব ধরনের পেশাদার খেলা অভ্যন্তরে অনুষ্ঠিত হবে।

দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৭ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে আক্রান্তের সংখ্যা তিন হাজারেরও বেশি।

বিশ্বজুড়ে তিন হাজার দুশ’ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া, আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগের বসবাস চীনের মূল ভূখণ্ডে।