করোনা ভাইরাসের আক্রান্ত রামোস

বিশ্বজুড়ে বাড়ছে করোনাভাইরাসের আক্রমণ। এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা মানুষ। এবার করোনায় আক্রান্ত হয়েছেন স্পেন ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে এই ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

এমনিতেই ইনজুরির কারণে রামোস দলের বাইরে। তার ওপর শনাক্ত হয়েছে করোনাভাইরাস। ইনজুরির কারণে এল ক্ল্যাসিকোতে তাকে বসে থাকতে হয়েছে গ্যালারিতে।

এদিকে, রামোসের সতীর্থ রাফায়েল ভারানও করোনাভাইরাস আক্রান্ত হয়ে মাঠের বাইরে আছেন।

ইনজুরি কাটিয়ে দুই সপ্তাহ পর রামোসের মাঠে ফেরার কথা থাকলেও করোনার কারণে তা আরও পেছাবে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি।