করোনা ভাইরাসে না’গঞ্জে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৭

করোনায় দেশে আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৬৭ জন

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫৭ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এ সময়ের মধ্যে জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংবাদ নেই বলে নিশ্চিত করেছেন তিনি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ সোমবার (২২ জুন) দুপুরে এ তথ্য জানান।

ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১১ ব্যক্তির সুস্থ হয়েছে। একই সময় জেলায় ৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৪৭০০ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪৭০০ জন (মৃত্যুসহ)। তাদের মধ্যে জেলায় মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছেন ২৪৭১ জন।

দিন দিন করোনার হটস্পট হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। প্রতিদিন শনাক্ত নতুন নতুন রোগী, তবে সুস্থ হওয়ার হার কিছুটা বাড়ছে এই জেলায়।