করোনা ভাইরাস- ঢামেক ইউনিটে এক চিকিৎসকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল করোনা ইউনিটে নর্দান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাক্তার আনিসুর রহমান মারা গেছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।

সোমবার (১১ মে) সকালে তার মৃত্যু হয়। বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

ডা. সোহেল বলেন, ডা. আনিসুর রহমান নর্দান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। সেখানে তার মৃত্যু হয়েছে। তিনি ফরেনসিক চিকিৎসক ছিলেন।