করোনা ভাইরাস: রাশিয়ায় মৃত্যুর নতুন রেকর্ড

করোনা মহামারিতে বিপর্যস্ত রাশিয়া। করোনার তৃতীয় ঢেউয়ে টানা দ্বিতীয়দিন প্রাণহানির রেকর্ড হয়েছে দেশটিতে।

সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার (১৩ আগস্ট) রাশিয়ায় কোভিড আক্রান্ত ৮১৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৬৮ হাজার ৮৬৪; যা ইউরোপে সর্বোচ্চ। এছাড়া আরও ২২ হাজারের বেশি সংক্রমণের পর মোট আক্রান্ত ৬৫ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর দিক থেকে রাশিয়া বিশ্বে চতুর্থ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।

রাশিয়া স্থানীয়ভাবে তৈরি তিনটি টিকার অনুমোদন দিয়েছে। অথচ শুক্রবার পর্যন্ত দেশটির মোট ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র তিন কোটি মানুষ টিকা নিয়েছেন বলে জানা যাচ্ছে। এ কারণেই সরকারের পক্ষ থেকে টিকা বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।