করোনা ভাইরাস: সৌদি আরবে কারফিউ

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবজুড়ে কারফিউ জারি করেছেন দেশটির বাদশা সালমান। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (২৩ মার্চ) এ খবর জানিয়েছে ব্রিটেনভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।
কারফিউ প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংখ্যা এসপিএ।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত দেশের বাইরের সব যাত্রীবাহী ফ্লাইটের ট্রানজিট বাতিল করেছে। সব শপিং কমপ্লেক্স বন্ধ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। রেস্টুরেন্ট থেকে চালু আছে শুধু হোম ডেলিভারি।