করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় স্পেনে রেকর্ড ৩৯৪ জন মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে ৩৯৪ জন মারা গেছেন। রোববার (২২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ তথ্য জানায়।
এতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে সর্বাধিক ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার আগের চেয়ে ৩০ শতাংশ বেশি। দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২০ জন।
এছাড়া, স্পেনে নতুন করে আরও ৩ হাজার ৬৪৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, যা আগের চেয়ে ১৫ শতাংশ বেশি। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৭২।
এ পরিস্থিতিতে ১৪ মার্চ দেশটিতে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বিশ্বজুড়ে ৩ লাখ ১৬ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ হাজার ছয়শতাধিক মানুষ। বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে রোগটি ছড়িয়ে গেছে।