করোনা সংক্রমণ বৃদ্ধির হার আশঙ্কাজনকঃ স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ আবারো আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মাস্ক ব্যবহার নিশ্চিত করা ও টিকা নিতে সারাদেশে প্রশাসনিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সংক্রমণের হার ২.২-এ নেমে গেছিল, কিন্তু গতকাল প্রায় ৬-এর কাছে চলে গেছে। কাজেই এটা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, আমরা জেলা পর্যায়ে চিঠি দিয়েছি, যেখানে জনসমাগম বেশি হচ্ছে সে অনুষ্ঠানগুলোকে যেন সীমিত করে, এবং সম্ভব হলে
অনুষ্ঠানগুলো যাতে স্থগিত করো। নিশ্চিত করতে হবে যাতে মানুষ মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং টিকাটাও নেয়।

এসময় জুন মাসের আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে ১ কোটি নয় লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ মাসে ভারত থেকে যথারীতি টিকা আসবে বলেও জানান তিনি।