‘করোনা সংক্রমণ রোধ না হলে আইসিইউ বাড়িয়ে লাভ হবে না’

যে কোনো মূল্যে করোনা সংক্রমণ রোধ করা না গেলে হাসপাতালে আইসিইউ শয্যা বাড়িয়েও লাভ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সভায় অনলাইনে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

একটি সিটের জন্য অপেক্ষায় থাকতে থাকতে হাসপাতালের বারান্দাই যেন ওয়ার্ডে রূপ নিয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। আর বাড়তি এ চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে অনলাইনে রেজিস্ট্রেশন করায় ভোগান্তি কমেছে করোনা পরীক্ষায়।