কর্মব্যস্ত বরিশালের ইলিশ মোকাম

এম এ হান্নান,বরিশাল :
পবিত্র ঈদ উল আযহা অর্থাৎ কোরবানীর ঈদ। এ ঈদের প্রথম দিনে মানুষ কর্মব্যস্ত ছিলো পশু কোরবানীর কাজে। কিন্তু একটি দিন যেতে না যেতেই বরিশালের ইলিশের মোকাম পুরোপুরি কর্মব্যস্ত হয়ে পড়েছে। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই নগরীর পোর্ট রোডের অবতরন কেন্দ্রে প্রচুর ইলিশ মাছ আসতে শুরু করেছে। জেলেরা সাগর ও নদী থেকে মাছ শিকার করে সকালে এ মোকামে হাজির হয়েছে। যা অবতরনকেন্দ্র কিংবা মোকাম হয়ে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অ লে। জেলে-শ্রমিক, দাদনদার-বেপারী, ক্রেতা-বিক্রেতাদের ভীড়ে ইলিশের বাজার পুরোই কর্মব্যস্ত। পাশাপাশি ঈদের আগের চেয়ে পরে কিছুটা দাম ও কমে গেছে ইলিশের। যে দাম ২/১ দিনের মধ্যে আরো কমে যাবে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা। নগরীর পোর্ট রোডের অবতরন কেন্দ্র ঘুরে দেখা যায়, কীর্তনখোলা নদী ধরে যে খালটি অবতরন কেন্দ্রের পাশ দিয়ে নগরীর মধ্যে বয়ে গেছে, সে খালে ছোট-বড় ইি ন চালিত মাছ ধরার ট্রলার বাধা রয়েছে। যা থেকে শ্রমিকরা ইলিশ ওঠানোর কাজ করছেন, এরপর সে সব মাছ পাল্লায় মেপে বরফ দিয়ে প্যাকেট জাত করে পোর্টরোডে থাকা ট্রাকে সাজানো হচ্ছে। ফলে মাছ ধরা ট্রলার বা নৌকা থেকে শুরু করে বরফকল ও পরিবহন ট্রাক পর্যন্ত সবকিছুই স্পন্দন ফিরে পেয়েছে। অনেকে আবার দাম কমের খবর ও তাজা মাছের স্বাদ নিতে এ মোকামে এসে ইলিশ কিনছেন। জেলে ও ইলিশ ব্যবসায়ীরা জানান, গভীর বঙ্গোপসাগরে এবং দক্ষিণের নদ-নদীগুলোয় প্রচুর পরিমানে ইলিশ ধরা পড়ছে। ঈদের জন্য মাছ একটু কম রয়েছে, দু’একদিনের মদ্যে মাছের পরিমান আরো বেড়ে যাবে এবং দামও কমে যাবে। বর্তমানে ঈদের আগের চেয়ে দাম অনেকটাই কমে গেছে। অবতরন কেন্দ্রের আড়তদার নাসির উদ্দিন জানান, ঈদের আগে ৪-৫ শত গ্রাম (ভ্যালকা) ইলিশের দাম ছিলো ১৮ হাজার টাকা আজ সে মাছ সাড়ে ১৪ থেকে ১৫ হাজার টাকায় মনপ্রতি বেচা-বিক্রি হচ্ছে। ঈদের আগে এলসি (সাড়ে ৬-সাড়ে ৯ শত গ্রাম) সাইজের মাছ ২৮ হাজার টাকায় বেচা- বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ২৫-২৬ হাজার টাকার মধ্যে, ১ কেজির মাছ আগে বিক্রি হয়েছে ৪০ হাজার টাকায় তা এখন হচ্ছে ৩৮ হাজার হাজার টাকায়। তিনি জানান, তবে অপরিবর্তিত রয়েছে ১ কেজি ২ শত গ্রাম ও দেড়কেজি সাইজের ইলিশের দাম। ১ কেজি ২ শত গ্রামের মাছের দর ঈদের আগে ও পরে ৪২ হাজার টাকা এবং দেড়কেজি সাইজের ইলিশ ৭০ হাজার টাকায় বেচা-বিক্রি হচ্ছে। বরিশালের পোর্ট রোডস্থ মৎস অবতরন কেন্দ্রের ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম জানান, আগে বহু জেলে বরিশালের এই অবতরন কেন্দ্রে আসতো, কিন্তু সময়ের সাথে সাথে বেশি লাভের আশায় এখন বরিশালের মাছ যাচ্ছে চাঁদপুর, ভোলা ও পটুয়াখালির মহিপুরে। তারপরও যা আসছে তা নিয়েই বেশ খুশিই ব্যবসায়ীরা। বরিশাল মৎস আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল জানান, ঈদের কারনে জেলেরা নদী বা সাগরে তেমন একটা যায়নি। তবে সময় যতো যাবে অবতরন কেন্দ্রে ততো মাছ আসবে, ঈদের পরের দিন যেভাবে মোকামে কাজ শুরু হয়েছে তাতে আজ এ অবতরন কেন্দ্র থেকে ৫ শত মনের অধিক মাছ দেশের বিভিন্ন স্থানের জন্য পাঠানো যাবে বলে জানান তিনি। এদিকে মৌসুমের শুরুতে ইলিশ না থাকলেও মধ্যখানে হঠাৎ করে বেড়ে যাওয়ায় ধাক্কা সামলাতে এখনো হিমশিম খাচ্ছেন বরিশালের বরফ কলগুলো। বরফ কল ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম জানান, এখন পুরোদমে বরফ কলে কাজ করতে হচ্ছে শ্রমিকদের, আশাকরি মৌসুমের শেষটা ভালো যাবে।