কলম্বিয়ায় একটি পুলিশ স্টেশনে বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রোববার সকালে বারানকুইলা শহরে কর্মকর্তারা তাদের অভিযানের কাগজপত্র গ্রহণের সময় থানার বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কলম্বিয়ায় একটি পুলিশ স্টেশনে বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত মাদকবিরোধী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানোয় প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

হামলাকারীদের সম্পর্কে তথ্য জানাতে পুলিশ ১২ হাজার ৭০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।

বিবিসি জানিয়েছে, ধারণা করা হচ্ছে বোমাটি আগে থেকেই পেতে রাখা হয়েছিল। পরে দূর নিয়ন্ত্রণের মাধ্যমে্ এর বিস্ফোরণ ঘটানো হয়।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩১ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল নেস্টর মার্টিনেজ বলেছেন, আমরা তার বিরুদ্ধে পাঁচ হত্যাকাণ্ডের অভিযোগ আনব। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, সন্ত্রাসবাদ ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হবে।’

কলম্বিয়ার সংবাদপত্র এল তিয়েম্পো জানিয়েছে, পুলিশ স্টেশনের কাছে থাকা সন্দেহভাজন ওই হামলাকারীর কাছ থেকে রেডিও যন্ত্রপাতি পাওয়া গেছে।