কলম্বিয়ায় গ্যাসের বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় ভূগর্ভস্থ কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর এখনো নিখোঁজ রয়েছেন দুজন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার কুনডিনামারকা প্রদেশের কুকুনুবা পৌরসভার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।এই এলাকাটিতে অনেক অবৈধ কয়লাখনি রয়েছে এবং এগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১১ জন নিহত, একজন আহত ও দুজন আটকা পড়েছে। শেষ তিনটি লাশের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেগুলো খনির বাইরে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

প্রসঙ্গত, আন্দিন পর্বতমালার দেশ কলম্বিয়া বিশ্বের পঞ্চম বৃহত্তম কয়লা রপ্তানিকারী দেশ।