কলাবাগানে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে আরিফুন্নেছা আরিফা (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আরিফার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

আরিফা যমুনা ব্যাংকের পল্টন শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে জেলার সদরে। বাবার নাম আরিফুর রহমান।

পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে আরিফা কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। বাসার নিচে তার প্রাক্তন স্বামী রবিন দাঁড়িয়ে ছিলেন। সেখানে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিন আরিফাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ১০মিনিটে মারা যান।

নিহতের ভাই আল আমিন বুলবুল জানান, পরিবারের অসম্মতিতে রবিন ও আরিফা বিয়ে করে। রবিন বাড্ডায় একটি সিমেন্ট কারখানায় চাকরিরত। দেড় বছর আগে তাদের প্রথমবার তালাক হয়। পরে তারা সমঝোতার মাধ্যমে আবার সংসার শুরু করে। সর্বশেষ তিন মাস আগে তাদের আবার তালাক হয়।

তিনি বলেন, তালাকের পর রবিন আরিফাকে প্রায়ই উত্যক্ত করত। হত্যার হুমকি দিত। আজ বাসার সামনে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান বলেন, লাশ ঢামেকে আছে। আমরা অপরাধীকে ধরতে চেষ্টা করছি।