কল্যাণপুরে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

মেডিক্যাল প্রতিবেদক : বুধবার রাত সাড়ে ৮টার দিকে কল্যাণপুর দুই নম্বর রোডের ৫/১ নম্বর বাসার চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। রাজধানীর কল্যাণপুরে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন-আবদুল মালেক (৩৫), তার স্ত্রী রিনা বেগম (৩০) ও তাদের ১১ মাস বয়সের আফরিদা আক্তার ফাতেমা এবং রিনার বোন আরজু বেগম (২৮)।

দগ্ধ চারজনকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আগুনে ফাতেমার ৪৭ শতাংশ এবং আরজু বেগমের ৮৫ শতাংশ শরীর পুড়ে গেছে। এ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে মালেক ও রিনার শরীরের কিছু অংশ পুড়ে গেলেও তারা শঙ্কামুক্ত।

আবদুল মালেক জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলায় লিকেজ ছিল। রাতে আরজু চুলায় আগুন ধরাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায় এবং তারা দগ্ধ হন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।