কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাজধানীতে আসা এবং রাজধানী থেকে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য যানবাহনগুলোকে নদী পারাপারে এই রুট বাদ দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নাব্যতা সংকটের কারণে শনিবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়ে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, নাব্যতা সংকটের জন্য এই নৌরুটে ড্রেজিংয়ের কাজ চলছে। ড্রেজিংয়ের কাজ চলাকালীন সময় পলি পড়ে যাওয়ায় ফেরি চলাচলের উপযোগী নেই এই রুটটি। বড় কোনো ফেরি চলতে পারছে না। তাই আমরা সকাল ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছি। একই সাথে যানবাহনগুলোকে এই নৌরুট ব্যবহারে বিরত থেকে বিকল্প রুট হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহারের জন্য অনুরোধ করেছি। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আর সেই মুহূর্তে এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের মানুষের চরম ভোগান্তিতে পড়তে হবে বলে মনে করছেন অনেকে।