কাঁদলেন তিশা আইয়ুব বাচ্চুকে দেখতে গিয়ে

বিনোদন প্রতিবেদকঃ আগস্টের ২৫ তারিখ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, সব মানুষকেই মরে যেতে হবে। চলে যেতে হবে বহুদূরে। চলে গেছেন তিনি। আর কখনোই এই পৃথিবীর ধুলো মাখা পথে পড়বে না তার পায়ের চিহ্ন।

আর কখনোই বাজবে না তার রুপালি গিটার। কখনোই তিনি গাইবেন না। শত অনুরোধে দেয়ালে মাথা ঠুকলেও আইয়ুব বাচ্চু বলবেন না কোনো কথা। তিনি এখন সব অনুরোধ আর অনুভূতির বাইরে। আজ বৃহস্পতিবার সকালে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

বাচ্চুর মৃত্যুর খবরে শোকের সাগরে ভাসছে শোবিজ। তাকে শেষদেখা দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে হাজির হচ্ছেন জনপ্রিয় সব তারকারা। আজ দুপুরে এসেছিলেন অভিনেত্রী তিশাও।

তিনি আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণও করেন। এই তারকা বলেন, ‘বাচ্চু ভাইয়ে সঙ্গে তো একদিন দুই দিনের পরিচয় না। অনেক দিনের সম্পর্ক। আমাদের সঙ্গীতাঙ্গনের একজন অবিভাবককে হারালাম আমরা’- এ কথা বলে কান্না আটকে রাখতে পারলেন না তিশা।