কাওড়াকান্দির পরিবর্তে কাঁঠালবাড়ী ফেরিঘাট

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট আর থাকছে না। এর পরিবর্তে একই উপজেলার কাঁঠালবাড়ীতে ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাট (কাঁঠালবাড়ী ফেরিঘাট) উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে আধুনিক সুবিধাসমৃদ্ধ এ ঘাটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

নতুন এ ঘাটের উদ্বোধনের ফলে নৌপথের দূরত্ব পাঁচ কিলোমিটার কমবে। বর্তমানে এ ঘাট পার হতে পদ্মা নদীর ওপর দিয়ে ১৩ কিলোমিটার পাড়ি দিতে হতো। এখন এ দূরত্ব কমে দাঁড়াবে আট কিলোমিটারে।

নতুন এ ঘাট এলাকা ২৩ একর জমির ওপর স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। এখন থেকে দক্ষিণাঞ্চলের যানবাহনগুলো পাঁচচর মোড় দিয়ে নতুন উদ্বোধনকৃত পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক হয়ে কাঁঠালবাড়ী যাবে। নতুন এ ঘাটে চারটি হাই ও লো ওয়াটার ফেরি ঘাট, তিনটি লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট, তিনটি জেটি, চারটি যাত্রী শেড, পুলিশ কন্ট্রোল রুম, একটি বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়েছে।