কাওড়াকান্দি-শিমুলিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে বৈরি আবহাওয়ার কারণে ১০ ঘন্টা নৌযান চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৮টায় যান চলাচল শুরু হয়েছে।

কাওড়কান্দি ও শিমুলিয়া উভয় ঘাটেই প্রায় দেড় শতাধিক যাত্রীবাহি ও পন্যবাহি গাড়ির দীর্ঘ লাইন রয়েছে। খাবার হোটেল ও টয়লেট সংকটের কারণে রাতে আটকে পড়া এসব যাত্রীরা পড়েছে চরম বিপাকে।

বিআইডব্লিটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, গতকাল রাত ১০ থেকে বৈরি আবহাওয়ার কারণে এই রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে রোববার সকাল ৮টায় পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

তবে এই রুটের হাজরা চ্যানেল গত রাতে বৈরি আবহাওয়ার কারণে ৪টি ফেরি নোঙ্গর করে রাখা হয়। চ্যানেলটি সরু হওয়ার কারণে বর্তমানে অন্য ফেরি চলাচল ব্যহত হচ্ছে।