কাতারে করোনা পরিস্থিতি উন্নতির দিকে

কাতারের করোনা পরিস্থিতি উন্নতির দিকে, প্রতিদিনই কমে আসছে আক্রান্ত ও মৃত্যুর হার। খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে কাতার এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। পাশাপাশি দেশটিতে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রবাসীরা।

কাতারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণের পর বর্তমানে প্রতিদিনই কমে আসছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন গড় আক্রান্তের চেয়ে দ্বিগুণ মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে জারি রয়েছে কঠোর বিধিনিষেধ, বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে চান তারা, তবে সেজন্য কাতার সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তারা।

এরই মধ্যে কাতারে বর্তমানে গণহারে দেয়া হচ্ছে করোনার টিকা। দেশটিতে প্রায় ১৭ লাখ মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেয়া হয়েছে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২ হাজারেরও বেশি। এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশিসহ করোনায় মারা গেছেন ৪৮৩ জন।