কাতারে করোনা ভাইরাস রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ এবার করোনা ভাইরাস আক্রান্ত রোগীর তথ্য নিশ্চিত করেছে পারস্য সাগর তীরের দেশ কাতার। যার মাধ্যমে দেশটিতে প্রবেশ করলো প্রাণঘাতী কোভিড-১৯ রোগ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) কাতারের জনস্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ওই রোগীর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সংক্রামক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২ হাজার ৯২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এ রোগে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৭৩ জন। আর রোগটিতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৩২ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে কভিড-১৯ বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে।