কাতার বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল

কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল ব্রাজিল। দলকে একমাত্র জয়সূচক গোল উপহার দেন লুকাস পাকেতা। তাঁর একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সাও পাওলোতে আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে বাছাইয়ের ম্যাচটিতে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এ নিয়ে বাছাই পর্বে ৯ জয়ের পর মূল পর্বে জায়গা করে নিল তারা।

আজ পুরো ম্যাচে লড়াই ব্রাজিল-কলম্বিয়া বেশ আগ্রাসী ছিল। তবে, অবাক করেছে ফাউলের বিষয়টি। দুদল মিলে পুরো ম্যাচে ফাউল করেছে ৪২ বার, যার মধ্যে দুদলই করেছে ২১টি করে। তবে, আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিলই।

ম্যাচের ৬৪ ভাগ সময় বল নিজেদের দখলে রেখে ১৬ বার আক্রমণ করে তারা। যার মধ্যে মাত্র একটিতে আসে সাফল্য। কাঙ্ক্ষিত গোলটি আসে ৭২তম মিনিটে। কলম্বিয়ার ডেডলক ভেঙে দলকে স্বস্তি উপহার দেন লুকাস পাকেতা। নেইমারের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝে বল পেয়ে ডান পায়ে শট নেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার। শেষ দিকে এ ব্যবধান ধরে রেখেই জয় তুলে নেয় তিতের দল।

মোট ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ব্রাজিল। এ অঞ্চল থেকে সর্বোচ্চ পাঁচটি দল যাবে কাতার বিশ্বকাপে।

তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর। যথাক্রমে পরের তিনটি স্থানে থাকা চিলি, কলম্বিয়া ও উরুগুয়ের পয়েন্ট ১৬ করে।