কাতালোনিয়াকে সরাসরি শাসনে নিয়ে আসার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে স্পেন সরকার

আন্তর্জাতিক ডেস্ক : স্বায়ত্বশাসন বাতিল করে কাতালোনিয়াকে সরাসরি শাসনে নিয়ে আসার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে স্পেন সরকার। শনিবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর রাজয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে কাতালোনিয়ার গণভোটকে ‘পুরোপুরি অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে রাজয় জানিয়েছেন, তিনি মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সংবিধানের আর্টিকেল ১৫৫ সচল করার পক্ষে অনুমোদন দিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের কাছ থেকে প্রশাসনিক দায়িত্ব স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে নেওয়া হবে। আগামী ছয় মাসের মধ্যে তিনি কাতালোনিয়ায় নির্বাচন চাচ্ছেন। গত ১ অক্টোবরে কাতালোনিয়ায় স্বাধীনতার পক্ষে গণভোট হয়। এতে ৯০ শতাংশ ভোট স্বাধীনতার পক্ষে পড়ে। এরপরই কাতালোনিয়ার প্রেসিডেন্ট পুজদেমন স্বাধীনতার ঘোষণাপত্রে সই করেন। তবে তিনি জানিয়েছেন, এই ঘোষণা আপাতত স্থগিত থাকবে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। তবে স্পেনের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এ বিষয়ে আলোচনার প্রশ্নই ওঠে না এবং পুজদেমনকে তার অবস্থান পরিষ্কার করার জন্য তিনদিনের সময় বেঁধে দেওয়া হয়।