কারখানার ভবনে ফাটল আতংকে তাড়াহুড়ো; ১০ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়া শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানার ভবনে ফাটল আতংকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকালে শিল্পাঞ্চলের পলাশবাড়ী এলাকায় স্কাই লাইন গ্রুপে এ ঘটনা ঘটে। তবে কারখানাতে কোনো ফাটল দেখা দেয়নি বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ । এ ঘটনায় কারখানাটি আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ঘটনার পর শিল্পাঞ্চল পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায়, সকালে কারখানাটিতে ফাটল আতংক দেখা দিলে শ্রমিকরা তাড়াহুড়ো করে কাজ বন্ধ রেখে নিচে নেমে যান। ৯ তলা বিশিষ্ট ভবন থেকে নামতে গিয়ে প্রায় ১০ শ্রমিক আহত হন।

তবে কারখানাটির ঠিক কোন স্থানে ফাটল দেখা দিয়েছে সে বিষয়ে কোনো শ্রমিক তথ্য জানাতে পারেনি।

কারখানা কর্তৃপক্ষও এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে কারখানার নিরাপত্তা শাখা থেকে ফাটলের ঘটনাকে গুজব দাবি করা হয়েছে।

ঘটনার পর কারখানাটি পরিদর্শন করেছেন শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মো. লুৎফর রহমান। তিনিও কারখানাটির বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদের কিছু বলেননি।