কারাবাখ ‘নিশ্চিতভাবে’ আজারবাইজানের অংশ হয়ে গেছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কারাবাখ ‘অপরিবর্তনীয়ভাবে’ ২০২২ সালে আজারবাইজানের অংশ হয়ে গেছে; যখন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান প্রাগে এক বৈঠকে প্রাসঙ্গিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুশ নেতা।

পুতিন বলেন, ‘এটি (কারাবাখ) নিশ্চিতভাবে আজারবাইজানের অংশ হয়ে গেছে গত বছরের নভেম্বরে প্রাগে অনুষ্ঠিত এক বৈঠকে। প্রধানমন্ত্রী (নিকোল) পাশিনিয়ান এক বিবৃতি দিয়েছিলেন যা কারাবাখের মর্যাদাকে আমূল পরিবর্তন করেছে, এটি কারাবাখের মর্যাদা নির্ধারণ করেছে।’

রাশিয়া বাকু এবং ইয়েরেভানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনার পুনঃপ্রবর্তনের সুবিধার্থে প্রস্তুত। আর সেটা আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনীয় প্রধানমন্ত্রী পাশিনিয়ান জানেন, বলেন পুতিন।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সম্ভব (একটি শান্তি চুক্তি স্বাক্ষর), কারাবাখের ঘটনার পর এখন শান্তি চুক্তির সম্পন্ন করতে বাধা হতে পারে- এমন কোনো সমস্যা আমি দেখছি না।