কাল আকাশে দেখা যাবে ভিন্ন রূপের চাঁদ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ৩১ জানুয়ারি বুধবার, আকাশে দেখা যাবে ভিন্ন রূপের চাঁদ। চাদের এমন রূপ গত ১৫০ বছরে পৃথিবীবাসী আর দেখেনি। অসাধারণ সৌভাগ্যময় ঘটনাটি দেখা যাবে কাল। পৃথিবীর আকাশে এ ধরনের সুপার ব্লু ব্লাড মুন বা দারুন নীল রক্তিম চাঁদ দেখা গিয়েছিল ১৫০ বছরেরও বেশি সময় আগে। দারুন নীল রক্তিম চাঁদ হচ্ছে- নীল চাঁদের ফলাফল, নীল চাঁদ নামটি ইঙ্গিত করে, একই মাসে এটি সবচেয়ে উজ্জ্বল দ্বিতীয় চাঁদ (ফুল মুন)। একই সময়ে এটি এবার পূর্ণ চন্দ্রগ্রহণ (সুপার মুন)।

আগামীকাল পৃথিবীর কাছাকাছি আসবে চাঁদ এবং স্বাভাবিকের চেয়ে ১৪ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। এছাড়াও পূর্ণ চন্দ্রগ্রহণ হিসেবে চাঁদ আকর্ষণীয় লাল রক্তের দেখাবে যা ‘ব্লাড মুন’বা রক্তিম চাদঁ হিসেবে পরিচিত। চাঁদের গ্রহণকালের মুহূর্তটিতে চাঁদ পৃথিবীর ছায়ায় থাকে, ফলে এটি লালচে রঙের দেখায়।

পূর্ব গোলার্ধে শেষবার নীল চাঁদের পূর্ণগ্রহণ দেখা গিয়েছিল ১৯৮২ সালে এবং পশ্চিম গোলার্ধে প্রথমবার দেখা গিয়েছিল ১৮৬৬ সালে।

আগামীকাল মহাজাগতিক বিরল এই দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন পশ্চিম উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়ার মানুষজন। বিরল ঘটনাটি শেষ হবে ১ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে। উত্তর আমেরিকা, হাওয়াই, আলাস্কা ও কানাডা জুড়ে দেখা যাবে ৩১ জানুয়ারি ভোরের আগে। মধ্যপ্রাচ্য, এশিয়া, পূর্ব রাশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউল্যান্ডে দারুন নীল রক্তিম চাঁদের দেখা মিলবে ৩১ জানুয়ারি সন্ধ্যায়।

তথ্যসূত্র : ডেইলি মেইল