কাশ্মীর ইস্যুর সমাধান না হলে শান্তি আসবে না : নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুর সমাধান না হলে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আসবে না বলে উল্লেখ করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

তিনি বলেন, কাশ্মীর ইস্যুই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ। এই ইস্যুর সমাধান না হলে এ অঞ্চলে শান্তির প্রতিষ্ঠার ধারণা অধরা থেকে যাবে।

রোববার ‘কাশ্মীর ঐক্য দিবস’ উপলক্ষে দেওয়া বক্তব্যে নওয়াজ শরিফে বলেন, দেশ বিভাগের অসমাপ্ত ইস্যু হলো কাশ্মীর এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত সবচেয়ে পুরোনো বিবাদ। নিজেদের ভাগ্য নির্ধারণে কাশ্মীরের জনগণের অধিকার বিগত সাত দশক ধরে প্রত্যাখ্যান করে আসছে ভারত। এ অধিকার প্রতিষ্ঠার পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বেশ কয়েকবার প্রস্তাবও পাশ করেছে কিন্তু ভারতের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।

কাশ্মীর ঐক্য দিবসে পাকিস্তানি ভাই-বোনরা কাশ্মীরিদের সঙ্গে যোগ দিয়ে তাদের মৌলিক অধিকার রক্ষার পক্ষে অবস্থান পুনর্বার নিশ্চিত করেছে। এই অধিকারের পক্ষে জাতিসংঘের সমর্থন রয়েছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।