কিশোরগঞ্জ জেলা পরিষদ কর্তৃক ৪০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ সিজান আহমেদ সোহাগ প্রধান সংবাদদাতা ভৈরব জোনাল: কিশোরগঞ্জ জেলার ভৈরবে কিশোরগঞ্জ জেলা পরিষদ কর্তৃক প্রায় ৪০০ পরিবারের মাঝে ভৈরব উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর শহরে আজ মঙ্গলবার সকাল সাড়ে 11 টায় ভৈরব উপজেলা পরিষদ অফিসে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ জেলা প্যানেল চেয়ারম্যান মির্জা মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুবনা ফারজানা, উপজেলা নির্বাহী অফিসার ভৈরব কিশোরগঞ্জ, ও অন্যান্য অফিসারগণ , বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে অসহায় হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন কিশোরগঞ্জ জেলা প্যানেল চেয়ারম্যান মির্জা মোহাম্মদ সোলায়মান,
বিতরণকৃত ত্রাণ সামগ্রীতে রয়েছে, চাল ৫ কেজি, মাস্ক ৫টা, সাবান ২ টা ইত্যাদি, ত্রাণ সামগ্রী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বলেন আমরা করোনাভাইরাস এর প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করে আসছি এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং সর্বসাধারণের প্রতি অনুরোধ করছি আপনারা শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন পরিবারের দিকে দৃষ্টি রাখবেন যেন এই করোনাভাইরাস থেকে আমরা সুস্থ থাকতে পারি সেদিকে নজর রেখে বাজার হাট এবং চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।