কিশোরগঞ্জ টেক্সটাইল পুনগ্রহণ (টেক ব্যাক) করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ লি: হস্তান্তরের শর্ত ভঙ্গ করায় পুনগ্রহণ (টেক ব্যাক) করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় শুক্রবার সকালে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ পুনরায় নিজ নিয়ন্ত্রণে নেয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য জানান। পুনগ্রহণের কারণ হিসেবে বলা হয়, মিলটি ক্রেতার নিকট হস্তান্তরের পর দীর্ঘসময় অতিক্রান্ত হলেও ক্রেতা মিলটি চালু করেননি। ফলে সরকারের মিল বিক্রয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। মিলটির কাছে সরকারের অর্থ পাওনা রয়েছে এবং দীর্ঘসময় অতিবাহিত হলেও মিলের ক্রেতা পাওনা অর্থ পরিশাধে ব্যর্থ হয়েছেন। মিলের কাছে সরকারের পাওনা অর্থ পরিশোধের জন্য বিগত ২০০০ সালের ১৪ মার্চ এবং সর্বশেষ গত ২২ মে আগাম নোটিশ প্রদান করা স্বত্বেও মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরকারি পাওনা পরিশোধ করেনি। মিলের ক্রেতা মিলের চূড়ান্ত বিক্রয় দলিল রেজিস্ট্রি না হওয়ার আগেই সরকারের অনুমোদন ব্যতিরেকে সোনালী ব্যাংক লি: এ মিল বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন। মিলের ক্রেতা সরকারি পাওনা অর্থ পরিশোধ করেননি, মিলের চূড়ান্ত বিক্রয় দলিল রেজিস্ট্রি না হওয়ার আগেই সরকারের অনুমোদন ব্যাতিরেকে সোনালী ব্যাংক লি: এ মিল বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন, দীর্ঘদিন যাবত মিল পরিচালনা না করে বন্ধ অবস্থায় ফেলে রেখেছেন, হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান হতে বঞ্চিত করে রেখেছেন, এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং বিক্রয় চুক্তির শর্ত লংঘন হয়েছে । চুক্তি আইন ১৮৭২ এর ৩৯নং ধারা অনুযায়ী ২২ ডিসেম্বর ১৯৯৪ সালে সম্পাদিত বিক্রয়চুক্তি বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ লি:, কিশোরগঞ্জ শিল্প কারখানাসহ উক্ত কোম্পানির যাবতীয় শেয়ার, অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তি ও স্বত্ব সরকার পুণগ্রহণ করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিলটির ব্যবস্থাপনা এ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি) নিয়ন্ত্রণ করবে। উল্লেখ্য, হস্তান্তরের চুক্তির শর্ত ভঙ্গ কারায় এবং মিলের উৎপাদন বন্ধ রাখায় এখন পর্যন্ত ৮টি মিল পুনগ্রহন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় । মিলগুলোর মধ্যে ৪টি পাটকল এবং ৪টি বস্ত্রকল । গত ১৩ জুলাই ফৌজি জুট মিলস্ লি:, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী কারখানা, মাদারীপুর টেক্সটাইলসহ উক্ত কোম্পানির যাবতীয় শেয়ার, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও স্বত্ব ও পুনগ্রহন করা হয়।এর আগে গত ১১ মে ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলস লি:, গত ৬ এপ্রিল মাদারীপুরের এ.আর. হাওলাদার জুট মিলস্ লি: ও চট্টগ্রামের ঈগল স্টার টেক্সটাইল মিলস্ লি: নামের দুটি মিল হস্তান্তরের শর্ত ভঙ্গ কারায় পুন:গ্রহন (টেক ব্যাক) করা হয়। গত ৫ জানুয়ারি জলিল টেক্সটাইল মিলস লি: ফৌজদারহাট, চট্টগ্রাম নামের মিলটি পুনগ্রহন করা হয় ।