কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে সংলাপ অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংলাপ অনুষ্টিত হয়।
ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউনিসেফের সহযোগীতায় বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপে অংশ নেন মোগলবাসা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্্র এর উপসহকারি মেডিকেল অফিসার প্রবীর মিত্র, মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মোগলবাসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু বক্কর, সংরক্ষিত মহিলা মেম্বার মোছা: গোলাপী বেগম, সহকারি শিক্ষক ফিরোজা বেগম, দিলারা আফরিন, ইমাম মোঃ মজুনু মিয়া প্রমুখ। এছাড়া উক্ত সংলাপে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বাল্য বিবাহ বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহবান জানান।